• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের মরদেহ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ০৪:১৫ পিএম
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের মরদেহ

নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয়রা নিহতের (৫২) পরিচয় নিশ্চিত হতে পারেননি।  

সোমবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সরদার বাড়ি সংলগ্ন ডোবা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।  

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে লামচর গ্রামের সরদার বাড়ি সংলগ্ন ডোবায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। নিহত ব্যক্তির পরনে শার্ট-প্যান্ট ছিল। শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে তার মৃত্যু হয়।  

এসআই মো. আব্দুস সামাদ মল্লিক বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!