• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা


পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৯:০৯ পিএম
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা

‎পিরোজপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী ভোগান্তি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর উদ্যোগে শহরের বাইপাস সড়কে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি বাসকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার কারণে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।‎

‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর বিআরটিএ-এর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।‎

‎সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের থেকে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি রোধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বেশ কয়েকটি গাড়িকে হাইড্রোলিক হর্ন ও ফিটনেস না থাকায় জরিমানা করা হয়েছে। আমাদের এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ঈদের পূর্ব এবং ঈদ-পরবর্তী পর্যন্ত চলমান থাকবে।

Link copied!