• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আবারও পালিয়ে বাংলাদেশে ঢুকেছে মিয়ানমারের সেনা


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৩:২২ পিএম
আবারও পালিয়ে বাংলাদেশে ঢুকেছে মিয়ানমারের সেনা
ফাইল ছবি

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে জান্তা বাহিনীর আরও তিন সেনাসদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে।

শনিবার (৩০ মার্চ) ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাদের নিরস্ত্র করে তুমব্রু ব্যাটালিয়নে নিয়ে যান।

বান্দরবানের জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন বলেন, তুমব্রু সীমান্ত দিয়ে বিজেপির তিন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের নিরস্ত্র করে বিজিবি নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।

এর আগে, ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে ১৭৭ জন মিয়ানমার বর্ডার পুলিশ -বিজিপি সদস্যরা পালিয়ে এসেছিল। আজকে আসা তিনজনকে তাদের সঙ্গে রাখা হয়েছে। তাদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!