ঈদে গান বাজানোকে কেন্দ্র করে খুন


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৮:১২ পিএম
ঈদে গান বাজানোকে কেন্দ্র করে খুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শনিবার (২২ এপ্রিল) উপজেলার রসুলপুর গ্রামের ঈদের নামাজের পর এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইরফান আলী (৪৫)। তিনি ওই গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনায় নিহত ব্যক্তির নাম ইরফান আলী (৪৫)। তার পিতার নাম চান মিয়া। ভ্যানে করে উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে এই ঘটনা হয়। এ সময় হামলায় আরো অন্তত ৪ থেকে ৫ জন আহত হন।

স্থানীয়রা জানান, ঈদের নামাজের পর রসুলপুর গ্রামের সেলিম খাঁর ছেলে জামাল, মোনায়েম, শুভ ও রাসেলসহ কয়েকজন ভ্যান গাড়িতে করে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। এ সময় ইরফান আলী গান বাজানো বন্ধ করতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইরফান আলীকে মারপিট করেন তারা। এ সময় গুরুতর আহত অবস্থায় ইরফান আলীকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!