হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) উপজেলার রসুলপুর গ্রামের ঈদের নামাজের পর এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইরফান আলী (৪৫)। তিনি ওই গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনায় নিহত ব্যক্তির নাম ইরফান আলী (৪৫)। তার পিতার নাম চান মিয়া। ভ্যানে করে উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে এই ঘটনা হয়। এ সময় হামলায় আরো অন্তত ৪ থেকে ৫ জন আহত হন।
স্থানীয়রা জানান, ঈদের নামাজের পর রসুলপুর গ্রামের সেলিম খাঁর ছেলে জামাল, মোনায়েম, শুভ ও রাসেলসহ কয়েকজন ভ্যান গাড়িতে করে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। এ সময় ইরফান আলী গান বাজানো বন্ধ করতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইরফান আলীকে মারপিট করেন তারা। এ সময় গুরুতর আহত অবস্থায় ইরফান আলীকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।