• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ডাকাতি করতে এসে যুবককে হত্যা, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার লুট


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৫:১০ পিএম
ডাকাতি করতে এসে যুবককে হত্যা, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার লুট

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনেদুপুরে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়িতে থাকা এক যুবককে হত্যা করে টাকা-পয়সা ও স্বর্ণলঙ্কার নিয়ে গেছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামের পল মজুমদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় পল মজুমদারের ছেলে পিয়াস মজুমদারকে (২২) হাত পা বেঁধে হত্যা করা হয়।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক এবং তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা দুজন কর্মস্থলে বেরিয়ে যান। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী সলমন মজুমদার বলেন, “পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াস মজুমদারকে হাত পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সকল আসবাবপত্র ভাঙাচুরা এবং এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দিই।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!