• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৪:১৮ পিএম
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রোকমান হোসেন টোনা (৩৫) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে মনিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষণা করেন।

রোকমান হোসেন উপজেলার বড় কালিয়াকৈর এলাকার আমোদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় রোকমান আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ একে এম নূরুল হুদা রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে সিংগাইরের গোলাইডাঙ্গা বাস্তা গ্রামে রোকমান হোসেন ঘরে ঢুকে ৪৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করেন। এরপর তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান। মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে পরিবারে সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ধাওয়া করে রোকমানকে ধরে পুলিশের কাছে তুলে দেন। ঘটনার পরের দিন ৬ ডিসেম্বর রোকমানকে আসামিকে করে সিংগাইর থানায় মামলা করা হয়।

২০২০ সালের ১৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত মৃত্যুদণ্ড দেন।

Link copied!