• ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

টাঙ্গাইলে হত্যা মামলার আসামির মরদেহ মিলল পরিত্যক্ত পুকুরে


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৩:৩২ পিএম
টাঙ্গাইলে হত্যা মামলার আসামির মরদেহ মিলল পরিত্যক্ত পুকুরে

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি রামপুরের আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

নিহতের স্ত্রী বলেন, “আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেঁটে রাখতে বলেন। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেঁটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যান, সে সময় তিনি প্রচুর পরিমাণ মদ্যপ অবস্থায় ছিলেন। সে সময় তার সঙ্গে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।”

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি মারাত্মকভাবে জখমকৃত ছিল। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। নিহতের নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Link copied!