• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা, কলেজছাত্রের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৮:৪৭ পিএম
মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা, কলেজছাত্রের মৃত্যু
নিহত সাজিদ কবির। ছবি : সংগৃহীত

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকতসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে। বর্তমান ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন।

ময়নাতদন্তের জন্য সাজিদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

Link copied!