• ঢাকা
  • রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানি ১৪৪৬

জরায়ু ক্যানসারের টিকা নিয়ে অসুস্থ ৫২ ছাত্রী


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৪:৪৬ পিএম
জরায়ু ক্যানসারের টিকা নিয়ে অসুস্থ ৫২ ছাত্রী

ভোলার বোরহানউদ্দিনে একটি মাধ্যমিক বিদ্যালয়ে জরায়ু ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অর্ধশতাধিক ছাত্রী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানোদা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানোদা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জরায়ুরমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। 

এরপর একে একে অর্ধশতাধিক ছাত্রীর বমি ভাব ও মাথা ঘুরে পড়ে যাওয়াসহ অসুস্থ হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান উজ জামান জানান, অসুস্থদের মধ্যে ৫২ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে বর্তমানে ৪৩ জন চিকিৎসাধীন আছে। ছাত্রীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভর্তি শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসাধীন সবাই ঝুঁকিমুক্ত আছে।

Link copied!