• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

কুমার নদে ভেসে উঠল নিখোঁজ ভাই-বোনের মরদেহ


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৪:১৮ পিএম
কুমার নদে ভেসে উঠল নিখোঁজ ভাই-বোনের মরদেহ

মাদারীপুরে কুমার নদে গোসলে নেমে নিখোঁজে হওয়ার তিন দিন পর ভাই-বোনের মরদেহ ভেসে উঠেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদের তীর থেকে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

মৃতরা হলো উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গোসল করতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো বুধবার (৫ ফেব্রুয়ারি) লিটন মাতুব্বর ভাঙ্গারি জীবিকার তাগিদে কাজে বের হয়ে যান। মিনু বেগমও সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগ মাদ্রাসা থেকে এসেই পাশে কুমার নদে গোসল করতে চলে যায় কুলসুম ও মিনহাজ।

দুপুর একটার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে নদের পাশে ছুটে যান স্বজনরা। স্থানীয় পানিতে তাদের খুঁজতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। তারাও উদ্ধার অভিযান শুরু করেছেন। অবশেষে তিনদিন পর তাদের মরদেহ নদে ভেসে ওঠে।

দুই সন্তানের মরদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা মিনু বেগম। মরদেহ দেখে বাবা লিটন মাতুব্বর বলেন, “আল্লাহ আমারে এ কোন শাস্তি দিল। আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান সে কেড়ে নিল।”

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Link copied!