• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

২০০ টাকার বিরোধে রাজমিস্ত্রিকে হত্যা, মূল হোতা গ্রেপ্তার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০৫:২৮ পিএম
২০০ টাকার বিরোধে রাজমিস্ত্রিকে হত্যা, মূল হোতা গ্রেপ্তার

পাবনার আতাইকুলা উপজেলায় রাজমিস্ত্রি রিপন হোসেন হত্যাকাণ্ডের মূল হোতা হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে র‌্যাব-১২ এর পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হৃদয় উপজেলার ভবানীপুর পূর্বপাড়ার এলাকার রজিম উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ইউপি নির্বাচনের সময় একটি ক্লাবঘর ভেঙে ভাগের ২০০ টাকা নিয়ে উপজেলার ভবানীপুর পূর্বপাড়ার রাজমিস্ত্রি রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হৃদয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এই বিরোধকে কেন্দ্র করে গত ১২ জুলাই সকালে কাজে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে রিপন হোসেনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান হৃদয়। এ ঘটনার ১২ দিন পর ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন।

র‌্যাব কর্মকর্তা তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ আগস্ট) গভীর রাতে ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Link copied!