নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অত্যাধুনিক জিম সেন্টার উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় আইপিডিসি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন, ফাউন্ডেশনের সহসভাপতি শামীমূল ইসলাম টুলু, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।