• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

আচরণবিধি লঙ্ঘন করায় মাশরাফিকে জরিমানা


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ০৫:৪৩ পিএম
আচরণবিধি লঙ্ঘন করায় মাশরাফিকে জরিমানা
নির্বাচনী প্রচারে মাশরাফি বিন মর্তুজা। ছবি : সংবাদ প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজাসহ তিন প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) শহরের হামিদ মেনশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমান এ জরিমানা করেন।

নড়াইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সংবাদ প্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় মাশরাফি বিন মর্তুজা ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমানকে (মিনার) বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝুলানোর কথা। কিন্তু তাদের পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগিয়েছেন। এ জন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।

Link copied!