• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

বরফকলে বিস্ফোরণে যুবক নিহত


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ১১:২৫ এএম
বরফকলে বিস্ফোরণে যুবক নিহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিস্ফোরণে মো. রাসেল খান (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল খান পটুয়াখালী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ছোট ভাই।

আহতরা হলেন প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী ( ৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)।

আহতরা জানান, ঘটনার কিছু সময় আগে মেশিনে ত্রুটি দেখা দেয়। কারিগরি ত্রুটির সমাধান শেষে আইস মেকিং মেশিন চালু করলেই বিকট শব্দ হয়। এরপরই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দৌড়ে বাইরে চলে এলেও রাসেল ওই রুমে আটকা পড়েন। পরে প্রায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে এমনটাই ধারণা করছি। নিহত ব্যক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিল, তাই গ্যাসের তীব্র তাপে তিনি দগ্ধ হন।”

Link copied!