• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

মাহফিলের জন্য বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৬:০২ পিএম
মাহফিলের জন্য বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

মাহফিলের জন্য বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (১৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) ফেনী সদর উপজেলার শর্শদীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম উপজেলার নেয়ামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ফেনী শহরের বারাহিপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

মাদ্রাসার অধ্যক্ষ মমিনুল হক বলেন, “ফেনী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন চলছিল। মাহফিলের প্রস্তুতি হিসেবে ছাত্ররা বাঁশ কাটতে যায়। এসময় বাঁশের সঙ্গে বিদ্যুতের তারের সংস্পর্শে আশরাফুল বিদ্যুপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মাহফিলের জন্য বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Link copied!