• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে মারধর, দোকান সিলগালা


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৪:৫৭ পিএম
কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে মারধর, দোকান সিলগালা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারে কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে মারধরের ঘটনায় ‘মীনা বস্ত্রবিতান’ নামের এক প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে দোকানটি সিলগালা করে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নজরুল ইসলাম শুক্রবার (১৪ এপ্রিল) দোকানে গিয়ে একটি পোশাকের দাম জিজ্ঞেস করলে বিক্রেতা ৪০০টাকার কথা জানান। এ সময় নজরুল সেটির দাম ২৫০ টাকা দেবেন বলে জানালে বিক্রেতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঝিনাইদহের ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মামুনুল হাসান জানান, পোশাকের দরদামকে কেন্দ্র করে একজন বৃদ্ধকে পেটানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর মহাপরিচালকের নির্দেশে তদন্তের জন্য আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দোকানটি বন্ধ করা হয়েছে। 

Link copied!