• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতার স্ত্রী আটক


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:০৩ পিএম
দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতার স্ত্রী আটক

শরীয়তপুরের নড়িয়ায় এক যুবলীগ নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই নেতার স্ত্রী শাহনাজ বেগমকে আটক করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলী হোসেন মোল্লার বাড়িতে তল্লাশি চালায় নড়িয়া থানা ও ভোজেশ্বর ফাঁড়ি পুলিশ।

ভোজেশ্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, চান্দনী এলাকার আলী হোসেনের বাড়িতে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে এমন সংবাদ পেয়ে দেখতে যায় পুলিশ। সেখানে দেখা যায় এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালাচ্ছেন। পরে আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের রাম দা, তলোয়ার, ছুরিসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসআই হারুন আরও জানান, বাড়ির মালিক আলী হোসেন মোল্লা পালিয়ে গেছেন। তবে তার স্ত্রী শাহনাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!