• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

আবারও ভেসে আসছে জেলিফিশ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৯:২৫ পিএম
আবারও ভেসে আসছে জেলিফিশ

কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে এবার জেলেদের টানা জালে আটকা পড়ছে শত শত জেলিফিশ। জালে আটকা পড়ার পর এসব জেলিফিশ মারা গিয়ে সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে আসছে।

সৈকতের কর্মী বেলাল হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে জাল টেনে উপকূলে আনেন জেলেরা। এতে জেলিফিশ দেখে জেলেরা সেগুলো সাগরে ফেলে দেন। পরে শনিবার সকালে এসব জেলিফিশ মৃত অবস্থায় সৈকতে ভাসতে দেখা যায়।

এর আগে ১১ নভেম্বর ও আগস্টের শুরুতে সৈকতের বিভিন্ন পয়েন্টে হাজারো মৃত জেলিফিশ ভেসে আসে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানিয়েছেন, আগে প্রাথমিকভাবে জেলিফিশ জেলেদের জালে আটকা পড়ায় মারা যাচ্ছে বলে ধারণা করা হয়েছিল। এবার তার কিছুটা সত্যতা পাওয়া গেল। এ জেলিফিশ হোয়াইট টাইপ। সাগরে যেসব জেলিফিশ রয়েছে, তার মধ্যে এটি খাদ্য হিসেবে বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়।
 

Link copied!