• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

রসিক নির্বাচন : মনোনয়নপত্র কিনলেন জাপার মোস্তফা


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০২:৪৪ পিএম
রসিক নির্বাচন : মনোনয়নপত্র কিনলেন জাপার মোস্তফা

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের মনোনয়নপত্র কিনলেন জাতীয় পার্টির মনোনীত ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসীর ও সদস্যসচিব আনিছুর রহমান আনিছ।

মনোনয়নপত্র কেনার আগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আব্দুল বাতেনের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নাজিম, সদস্য মাসুদ নবী মুন্নাসহ নেতাকর্মীরা।

এর আগে রোববার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে রসিক নির্বাচনে লাঙ্গলের প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফাকে চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দ দেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর। প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণা চালানোর সুযোগ পাবেন। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটকেন্দ্রগুলোতে ইভিএম ছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছে ইসি।

Link copied!