• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, যুবক গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪, ০৫:১১ পিএম
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, যুবক গ্রেপ্তার

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের সালথার এক যুবককে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় শাকিল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নকুলহাটি বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। শাকিল ওই উপজেলার বিভাগদী গ্রামের মো. নফেলের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে সালথা থানায় মানবপাচার আইনে একটি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। মামলায় সাতজনকে আসামি করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, লিবিয়ায় নিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় মামলার ৩ নম্বর আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্প্রতি সালথার রামকান্তপুর এলাকার মো. শাকিল মিয়া (২৪) নামের এক যুবককে চাকরির প্রলোভনে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্র। পরে এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

Link copied!