• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ০৩:৩১ পিএম
বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন। ছবি : সংবাদ প্রকাশ

বাগেরহাটে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সেখান থেকে খুলনা-বাগেরহাট মহাসড়কে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুদকের আয়োজনে ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনসহ, পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, দুদকের উপপরিচালক শাহরিয়ার জামিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার প্রমুখ বক্তব্য দেন।

Link copied!