• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
ময়মনসিংহ-৩

৮ কেন্দ্রে আবার ভোটগ্রহণের দাবি স্বতন্ত্র প্রার্থীর


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০৭:৪৯ পিএম
৮ কেন্দ্রে আবার ভোটগ্রহণের দাবি স্বতন্ত্র প্রার্থীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ- ৩ (গৌরীপুর) আসনের ৮টি কেন্দ্রে আবার ভোটগ্রহনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সোমনাথ সাহা বলেন, ভালুকাপুর কেন্দ্রসহ ৮টি কেন্দ্রে জোরপূর্বক ভোট দিয়েছে নৌকা প্রার্থীর লোকজন। এর প্রমান তাদের কাছে রয়েছে। প্রশাসনের কাছেও তিনি বিষয়টি অবহিত করেছেন।

উল্লেখ্য ময়মনসিংহের ১১টি আসনের মাঝে এ আসনের ফল স্থগিত করা হয়েছে। এ আসনে মোট ৯২টি কেন্দ্রের মাঝে ৯১টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রার্থী নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

দুই প্রার্থীর মাঝে ব্যবধান ৯৮৫ ভোট। এখানে ভালুকাপুর কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে নিলুফার আনজুম হলেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী।

Link copied!