• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০২:৩৬ পিএম
৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন বন্ধের পর আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

মো. মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত (৬ দিন) হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ১৫ এপ্রিল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হয়েছে। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এ বিষয়ে হিলি ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

Link copied!