• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

অবৈধ ইটভাটায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ১০:৫৬ এএম
অবৈধ ইটভাটায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

নওগাঁর সদর ও মান্দা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটাকে ১০ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে নওগাঁ সদর উপজেলার ও মান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আহসান হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস। 

যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো  নওগাঁ সদরের মেসার্স এবিসি ব্রিকস, মেসার্স  মন্ডল ব্রিকস ও মান্দা উপজেলার মেসার্স এ এম ব্রিকস, মেসার্স সীমানা ব্রিকস, মেসার্স শাপলা ব্রিকস ও মেসার্স মান্দা ব্রিকস। 

বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া।  

Link copied!