• ঢাকা
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২, ২৫ সফর ১৪৪৬

ভোটকেন্দ্রে না গেলে হাশরের দিন বিচার হবে : কাদের মির্জা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৪:৩৫ পিএম
ভোটকেন্দ্রে না গেলে হাশরের দিন বিচার হবে : কাদের মির্জা
উঠান বৈঠকে বক্তব্য দেন কাদের মির্জা। ছবি : সংগৃহীত

ভোটের দিন কেন্দ্রে না গেলে হাশরের দিন ওয়াদা ভঙ্গের দায়ে বিচার হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাদের মির্জা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

কাদের মির্জা বলেন, “যারা ভোটকেন্দ্রে যাবেন না, তাদের ভাতার কার্ড বাতিল করা হবে বলে সিরাজপুরের চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। তিনি বলেছেন, আমি যেন কিছু না বলি। তবে আপনারা যেহেতু কথা দিয়েছেন নৌকায় ভোট দেবেন, তাই আমি বলব যারা ভোটকেন্দ্রে যাবেন না হাশরের দিন ওয়াদা ভঙ্গের দায়ে তাদের বিচার হবে।”

ওবায়দুল কাদেরের ছোট ভাই বলেন, “মওদুদ আহমদ (বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য) জীবিত থাকতে আপনারা তাকে ভোট দিতেন। এখন তিনি নেই। তাই এলাকাবাসী হিসেবে ওবায়দুল কাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিবেশীর হক আদায় করবেন।”

অনুষ্ঠানে সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, ব্যবসায়ী জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাঈন উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিদুর রহমান তুহিন প্রমুখ বক্তব্য দেন।

Link copied!