• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘কোনো পুলিশ অপরাধ করলে জানান, যথাযথ ব্যবস্থা নেব’


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৩:২০ পিএম
‘কোনো পুলিশ অপরাধ করলে জানান, যথাযথ ব্যবস্থা নেব’

‘অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়ন পরিষদ চত্বরে মধুখালী থানা পুলিশের আয়োজনে এই বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা উন্মুক্ত আলোচনায় তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার বলেন, “আমার পুলিশ বাহিনীর কেউ যদি কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে আমাকে জানান, আমি যথাযথ ব্যবস্থা নেব।”

এসময় অপরাধ রোধে এলাকাবাসী ডুমাইন ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!