• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

৫ কোটি ২০ লাখ টাকার আইস জব্দ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৭:২৩ পিএম
৫ কোটি ২০ লাখ টাকার আইস জব্দ

কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের দক্ষিণ রহমতের বিল এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, অভিযানকালে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মেহেদী হোসাইন কবির বলেন, উখিয়ার দক্ষিণ রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন সন্দেহভাজন ছোট একটি বস্তা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া বস্তাটি খুলে ১ কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ সব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।

উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।

Link copied!