• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৫:৫৪ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে মোহাম্মদ নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ওই ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “বৃহস্পতিবার ওই রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে এনজিও হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরও বলেন, “মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!