• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

ইসির পক্ষে শত সহস্র সমস্যার সমাধান সম্ভব নয় : সিইসি


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৩:৪০ পিএম
ইসির পক্ষে শত সহস্র সমস্যার সমাধান সম্ভব নয় : সিইসি

নির্বাচন সুষ্ঠু না হলে সঙ্গে সঙ্গে স্থগিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, “নির্বাচন কমিশনের পক্ষে শত সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয়। তবে নির্বাচনী মাঠে কারও এজেন্টকে বাধা দিলে প্রার্থিতা বাতিল করা হবে।”

বুধবার (১০ মে) দুপুরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন উৎসবমুখর করতে সবার সহযোগিতা কামনা করে কাজী হাবিবুল আউয়াল বলেন, “ভোট নিয়ে বহির্বিশ্বের সমালোচনা বন্ধ করতে এই সিটির (গাজীপুর) ভোট গুরুত্বপূর্ণ। আগামী ২৫ মে ইভিএমে ভোটগ্রহণের সময় সিটির ৪৮০ কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে।”

নির্বাচনে অতিরিক্ত টাকা খরচের বিষয় তুলে ধরে সিইসি বলেন, “আমি যদি কালোটাকা বিতরণ করে থাকি, আরেকজনকে এই কালোটাকা বিতরণ প্রতিহত করার চেষ্টা করতে হবে যত দূর সম্ভব। নির্বাচন কমিশন এসে, পুলিশ এসে রাতারাতি তা করতে পারবে না।”

তিনি আরও বলেন, “দেশের নির্বাচন ব্যবস্থায় এখনো অনেক অপসংস্কৃতি ও কালো সংস্কৃতি রয়ে গেছে। এই কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে উঠে আসতে হবে।”

Link copied!