• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৩, ১২:০৮ পিএম
অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে (৭ মে) নেকমরদের পশুর হাটে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী ও গরু-ছাগল ব্যবসায়ীরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পশুর হাটের ইজারাদারেরা ক্রেতাদের শোষণ করছেন। প্রতি গরুতে ২৩০ টাকা নেওয়ার কথা থাকলে নেওয়া হয় ৪০০ টাকা। আর প্রতি ছাগলে ৯০ টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় ১৫০ টাকা।

অবিলম্বে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত টোল নেওয়ার পাশাপাশি অতিরিক্ত টোল আদায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পশুর হাটের কোনো ইজারাদার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

অতিরিক্ত টোল আদায়ের বিষয় সম্পর্কে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন বলেন, “অতিরিক্ত টোল আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!