• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬
ভোক্তার অভিযান

বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৮:৫৯ পিএম
বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা
উদ্ধার করা নকল প্রসাধনী। ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করে লক্ষাধিক টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘাটাইল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। অভিযানে নাবিল এন্টারপ্রাইজ ৫০ হাজার টাকা এবং মাহির এন্টারপ্রাইজকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক  আসাদুজ্জামান রুমেল বলেন, “ঘাটাইল উপজেলায় ঘাটাইল বাজারে অভিযান পরিচালনা করে দুটি ডিলারকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এই দুটি ডিলারের গোডাউনে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়েছে।”

আসাদুজ্জামান রুমেল আরও বলেন, “আসন্ন রমজানের ঈদকে সামনে নিয়ে এ সমস্ত নকল প্রসাধনী বাজারের সয়লাব করার চিন্তাভাবনা করছে এই ব্যবসায়ীরা। কোনো অসাধু ব্যবসায়ীরা রমজানের ঈদকে কেন্দ্র করে যেন সুবিধা নিতে না পারে, এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”  

অভিযানে ঘাটাইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহানারা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।  

Link copied!