বরগুনায় নিখোঁজের তিন দিন পরে পরিত্যক্ত একটি ঘর থেকে মোসা. লাইজু বেগম (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাইজু বেগম ওই গ্রামের আবদুস সোবহানের মেয়ে এবং একই এলাকার জামাল হোসেনের স্ত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন দিন আগে নিখোঁজ হন লাইজু বেগম। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বুধবার বাড়ির আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১১টার দিকে পরিত্যক্ত একটি ঘরের মধ্যে তার মরদেহ দেখতে পান স্বজনরা।
নিহতের বাবা আবদুস সোবহান বলেন, “আমার মেয়ের দীর্ঘ বছর ধরে মানসিক সমস্যা ছিল। এর আগেও সে অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছে।”
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”