• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সালথায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০২:১০ পিএম
সালথায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের সালথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মিতু আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিতু উপজেলা সদরের সালথা গ্রামের জুয়েল মাতুব্বরের স্ত্রী।

মিতুর দেবর মো. বাদল হোসেন জানান, ১৬ সেপ্টেম্বর সকালে হঠাৎ জ্বরে আক্রান্ত হন মিতু আক্তার। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, “গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯৭ জন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫৭ জন।”   

Link copied!