• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

স্কুটি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৮:১৬ পিএম
স্কুটি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীর কাছে স্কুটির (বাইক) বায়না ধরে না পাওয়ায় কীটনাশক পানে আত্মহত্যা করেছেন তাসলিমা আক্তার রিক্তা (২৮) নামের এক গৃহবধূ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাসলিমা আক্তার রিক্তা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদিপ্রবাসী ফখরুল ইসলাম মাসুমের স্ত্রী।

স্থানীয় ইয়াসিন মোল্লা জানান, দুই মাস আগে সৌদিপ্রবাসী মাসুম দেশে আসেন। মাসুমের স্ত্রী তার কাছে একটি স্কুটি বাইক কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু মাসুম রাজি না হওয়ায় বুধবার (৮ ফেব্রুয়ারি) রিক্তা ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, “নিহতের ভাই লিখিতভাবে তার বোনের মুত্যুর সংবাদ থানায় অবহিত করেছেন। ওই লিখিত সংবাদে কাউকে অভিযুক্ত করা হয়নি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Link copied!