• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সরকার অসাম্প্রদায়িক চেতনা নিয়ে উন্নয়ন করছে : ধর্ম প্রতিমন্ত্রী


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০৭:০১ পিএম
সরকার অসাম্প্রদায়িক চেতনা নিয়ে উন্নয়ন করছে : ধর্ম প্রতিমন্ত্রী

সরকার অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া খ্রিষ্টার ধর্মপল্লী পরিদর্শন শেষে এক সভায় তিনি এ কথা বলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, “অসাম্প্রদায়িক চেতনা নিয়েই বর্তমান সরকার তার সব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। যার ফলে কোনো বিভাজন নেই। একটি সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় বন্ধন অক্ষুণ্ন রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাদিকুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, সেন্ট যোশেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজ, সেন্ট পিটার্স একাডেমির অধ্যক্ষ ক্লামেন্ট পিরিছ, প্যারিশ কাউন্সিল এর ভাইচ চেয়ারম্যান রতন পেরেরা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমুখ।

Link copied!