• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

জুতার মধ্যে করে স্বর্ণ পাচার হচ্ছিল ভারতে


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৪:০৬ পিএম
জুতার মধ্যে করে স্বর্ণ পাচার হচ্ছিল ভারতে

খুলনায় যাত্রীবাহী বাস থেকে ১২টি স্বর্ণের বারসহ মাসুম বিল্লাহ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে খুলনা মহানগরীর জিরো পয়েন্টে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়।

মাসুম বিল্লাহ সাতক্ষীরা দেবহাটার পারুলিয়া ইউনিয়নের শাকড়া কোমরপুর এলাকার আলম গাজীর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনা চোরাচালানের বিষয়টি জানতে পেরে জিরোপয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এসময় বাস থেকে সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা বর্ডার পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন মাসুম।

তাজুল ইসলাম বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল সেগুলোর তদন্ত করছি। আর আজকের ঘটনারও তদন্ত করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!