• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

সাতক্ষীরায় সোনার বারসহ আটক ১


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০৪:৫৫ পিএম
সাতক্ষীরায় সোনার বারসহ আটক ১

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় সোনার বারসহ রবিউল ইসলাম নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২৬ জুলাই) রাতে তাকে আটক করা হয়।

রবিউল ইসলাম সাতক্ষীরার দেরহাটা উপজেলার কুলিয়া গ্রামের রইস উদ্দিন মোড়লের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ভোমরা স্থলবন্দর সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। 
এ সময় সীমান্তের আইসিপির ফলমোড় এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৬পিস সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ১ কেজি ১৩৭. ৬৫ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯৬ লাখ ১ হাজার ৭৬৬ টাকা।

কর্নেল আশরাফুল হক বলেন, “সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া রবিউল ইসলামকে সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে।” 

Link copied!