• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মেয়েরা লাঞ্ছিত হয়, তার বিচার হয় না : কাদের সিদ্দিকী


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৪, ০৮:২৫ পিএম
মেয়েরা লাঞ্ছিত হয়, তার বিচার হয় না : কাদের সিদ্দিকী

মেয়েরা লাঞ্ছিত হয়, তার বিচার হয় না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “নারীর ওড়না বা শাড়ির আঁচলে টাচ করা আমার কাছে হত্যার চেয়ে বড় অপরাধ। এটা আমার কথা, আবেগের কথা। অন্যরা কী ভাবে সেটি আমি জানি না। মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি।”

টাঙ্গাইল বার সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামিমুল আকতার শামিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহন আনছারী, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ। 

Link copied!