শেরপুরের শ্রীবরদীতে মর্জিনা বেগম (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার কাকিলাকুঁড়া ইউনিয়নের ছোট গারামারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মর্জিনা ওই গ্রামের কৃষক আলতাফ হোসেনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, প্রায় তিন মাস আগে মর্জিনার বিয়ে হয় জামালপুর জেলার বকশীগঞ্জের নিলক্ষীয়ার জানকীপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান টিটুর সঙ্গে।
মর্জিনার মা নুরেজা বেগম বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। রোববার বিকেলে মর্জিনার স্বামী আসেন তাদের বাড়িতে। পরদিন তার স্বামী চলে যান। মঙ্গলবার বিকেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মর্জিনা।
কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য থানায় আবেদন করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।