• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ফায়ার সার্ভিসের গাড়িচালক হঠাৎ অসুস্থ, দুর্ঘটনায় নিহত ২


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০২:৩৫ পিএম
ফায়ার সার্ভিসের গাড়িচালক হঠাৎ অসুস্থ, দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় আগুন নেভাতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের গাড়িচালক। এসময় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে আনন্দ পরিবহনের বাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও দুইটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফায়ার সার্ভিস কর্মী নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক। তবে নিহত পথচারীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আহতরা হলেন, খানপুরের ইরানি, জামতলার সারা ও নাজমা, চানমারির আমজাদ, খানপুরের রোকন, মাসদাইর সিরাজুল, মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার রেশমা।

ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আলম গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করেন বলে জানান গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। তবে ঠিক কী কারণে গাড়িচালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে।”

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, “ফতুল্লায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ফতুল্লায় ফকির এপারেলস নামের ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।

Link copied!