• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

মসজিদের মিনার থেকে নারীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৭:৩৫ পিএম
মসজিদের মিনার থেকে নারীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদের ৫০ ফিট উচ্চতার একটি মিনারের চূড়া থেকে একজন মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বৃহস্পতিবার (১১ মে) সকালে উপজেলার রাজারাম ডাঙাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মানসিক ভারসাম্যহীন ওই নারী একই উপজেলার পশ্চিম গৌরীপাড়া এলাকার মৃত ঠাকুর দাসের মেয়ে সুমি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে সুমি নিখোঁজ ছিলেন। সকালে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি মসজিদের মিনারের চূড়ায় স্থানীয়রা সুমিকে দেখতে পায়। পরে বিষয়টি ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে জানালে তারা সুমিকে উদ্ধার করে।

সুমির মা চন্দনা রানী বলেন, বেশ কিছুদিন থেকে আমার মেয়ে সুমি নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে জানতে পারি আমার মেয়েকে খুঁজে পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিদর্শক মেহেদী হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। মিনারটির উচ্চতা প্রায় ৫০ ফিট। স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!