• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দাঁড়িয়ে থাকা বাসে আগুন


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৮:৫৩ এএম
দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুমিল্লায় একটি গ্যারেজের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া ভাঙা বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, “কুমিল্লা-চট্টগ্রাম রুটে চলাচলকারী কুমিল্লা ট্রাভেলস তিশা নামের একটি বাস দাঁড়িয়ে ছিল। রাত ১০টার দিকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Link copied!