ফরিদপুরে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এ অভিযান চালানো হয়।
এ সময় ডিম, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মেসার্স খান ট্রেডার্সকে ১ হাজার টাকা, আল্লাহর দান ভাণ্ডারকে ১ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের দোকানে বাজার তদারকি কার্যক্রমও পরিচালনা করা হয়।
অভিযানে জেলা পুলিশের ১টি টিম ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।