• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ১০:৪২ এএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঘন কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার কমে গেলে সকাল সোয়া ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কিছু সময় ফেরি বন্ধ থাকলেও যানবাহনের কোনো সিরিয়াল তৈরি হয়নি। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।

এর আগে সকাল সোয়া ৬টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!