• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ১০:২৮ এএম
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা চলাচল বন্ধ ছিল।

তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে বলেন, “এই মৌসুমে নবম দিনের মতো ভারি কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। এই নৌপথে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ২টা থেকে ফেরি বন্ধ থাকে। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু হয়।”

মো. সালাহউদ্দিন আরও বলেন, “রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সিরিয়াল তৈরি হয়েছিল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় এখন সিরিয়াল অনুযায়ী সেগুলো পার করা হচ্ছে। দৌলতদিয়ায় ৩টি ফেরিঘাট চালু রয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।”

এর আগে কুয়াশা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

Link copied!