• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ১০:১১ এএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ফেরি চলাচল। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

এর আগে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করলে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৩টা ৪০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

মো. সালাহউদ্দিন বলেন, “কুয়াশা কেটে গেলে সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!