• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ আগুন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৮:৫০ পিএম
গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ আগুন
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

গাজীপুরের ভুরুলিয়া এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

তথ্যটি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন।

মো. মামুন জানান, আগুনে কারখানার শেড, মেশিনারিজ, বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম, রংসহ অনেক মাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করা হচ্ছে, ওভেনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

Link copied!