• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

সাগরে ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার ১৯ জেলে


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৫:৫৪ পিএম
সাগরে ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার ১৯ জেলে

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গভীর সাগরের সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার জেলেদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে আব্দুর রহমান বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১৯ জেলেকে ভাসমান অবস্থায়  উদ্ধার করা হয়েছে। প্রথম দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার বলা হলেও ট্রলারে ভাসমান ১৯ জেলের খোঁজ মেলে গভীর সাগরের সেন্টমার্টিনে। প্রাথমিকভাবে জেলেদের চিকিৎসা ও খাবার সরবারহ করা হচ্ছে।” 

Link copied!