ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগামী চাকলাদার পরিবহনের একটি বাসের চাপায় রোকন উদ্দিন শেখ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকন উদ্দিন শেখ ওই গ্রামের মৃত খালেক শেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী চাকলাদার পরিবহনের একটা বাস ভুল সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকা রোকন শেখকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে এবং পুলিশের সহায়তায় ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে বাসটিকে আটক করে। পরে বাসটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে চাকলাদার পরিবহনকে আটক করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।