কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মণ গাঁজাসহ ছয়ফুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) দুপুরে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার ভোরে উপজেলার গাগলা-কাশিপুর সড়কের বিন্নাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছয়ফুল ইসলাম জেলার ফুলবাড়ী উপজেলার ঘুঘুরহাট এলাকার হাসমত আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার ভোরে বিন্নাবাড়ী নামক স্থানে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ সেখানে এগিয়ে যায়। পুলিশ দেখে মাইক্রোবাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় সেখানে থাকা এক ব্যক্তি দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার হেফাজতে থাকা এক মণ গাঁজা জব্দ করা হয়।
ওসি মো. আশিকুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির নামে মাদক মামলা দিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।